৪ বছর বয়সে বই লিখে বিশ্বরেকর্ড গড়ল সাঈদ

বয়স সবে মাত্র চার। সাধারণত শিশুদের খেলাধুলা অথবা বর্ণমালা শিখে কাটে এ বয়স। এই বয়সে এর চেয়ে বেশি কী আর করা যায়? তবে বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই শিশু বয়সেই পুরো একটি বই লিখেছে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের সাঈদ রশিদ আলমেহেরি নামের এক শিশু। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে কম বয়সী (পুরুষ) হিসেবে বই লেখার বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে সে।
এত কম বয়সে এই রেকর্ড করে প্রশংসায় ভাসছে শিশু সাইদ। তার লেখা বইটির নাম ‘দ্য এলিফেন্ট সাঈদ অ্যান্ড দ্য বিয়ার’। বইটিতে হাতি ও ভালুক এ দু’টি প্রাণীর মধ্যে অপ্রত্যাশিত বন্ধুত্ব এবং রাগের ওপর উদারতার জয়ের গল্প লেখা হয়েছে। সাঈদের মা মোওজা আল দারমাকি বিশ্বরেকর্ড গড়া বইটি সম্পর্কে বলেছেন, ‘যখন সে আমাদের গল্পটি বলে, আমরা অবাক হয়ে যাই। তার স্পষ্ট ধারণা ছিল গল্পটি কেমন হবে এবং এর মাধ্যমে সে কি বার্তা দিতে চায়।’
তবে শিশু সাঈদ শুধু বইটিই লেখেনি। সে এটির অলঙ্করণও করেছে। সংবাদমাধ্যম খালিজ টাইমসকে শিশু লেখক সাঈদ বলেছে, ‘আমি বইটি লিখেছি এবং এটি খুবই সহজ ছিল। আমার বোন আমাকে সহায়তা করেছে।’ সাঈদের বইটিকে গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার মা মওজা বলেছেন, ‘সাঈদ বইটি সরল বাক্যে লিখেছে। গিনেজ ওয়ার্ল্ডস রেকর্ডের বিচারকরা খুবই সতর্কতার সাথে বইটি পরীক্ষা করেছেন, নিশ্চিত হওয়ার জন্য যে এটি সাঈদ নিজে লিখেছে। মার্চের শুরুর দিকে তাকে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।’
সাঈদ জানায়, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা তার ৮ বছর বয়সী বোন আলধাবি। তার বোনও নারী ক্যাটাগরিতে সবচেয়ে কম বয়সে দোভাষী বইয়ের সিরিজ লেখায় বিশ্বরেকর্ড গড়েছিল।এদিকে সাঈদের এ বইটি এখন পর্যন্ত ১ হাজার কপি বিক্রি হয়েছে। শিশু স্কুল আলদার এডুকেশন আয়োজিত একটি অনুষ্ঠানে সাঈদের বইগুলো বিক্রির ব্যবস্থা করা হয়। সূত্র: খালিজ টাইমস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: