কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখননে এলাকা পরিদর্শন

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৩:৩৭ পিএম

কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল পুন-খনন প্রকল্পের আয়ত্তায় খাল এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।

শনিবার (১ এপ্রিল) সকাল ১১টায় পরিকল্পনা কমিশনের সচিব একেএম ফজলুল হক ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানকে সঙ্গে নিয়ে বুড়িগঙ্গা তীরে আলম মার্কেট এলাকায় খালের মূল পয়েন্ট পরিদর্শন করেন। পরে বেগুনবাড়ি পয়েন্টে এসে তিনি সাংবাদিকদের জানান, খাল সংস্কারের জন্য আট বছর আগে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে।
তবে অর্থ সংকটে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। খালটি ময়লা আবর্জনায় পরিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে তাই অচিরেই এটি পুন-খননে কাজ শুরু করা হবে।

এ সময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিম, সরকারি কমিশনার ভূমি আমেনা মারজান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: