ভারতে পাচারকালে কুমিল্লার সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার

প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৩, ০৪:৩৪ পিএম

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত থেকে ৯টি গুইসাপ উদ্ধার করেছে বিজিবি-১০। উপজেলার ধনমুড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গুইসাপগুলো উদ্ধার করা হয়। শনিবার (১ এপ্রিল) বিজিবি-১০ এর সহকারী পরিচালক মোঃ পারভেজ শামীম এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ধনমুড়ি সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালীন সময়ে দেখা যায় দুই জন ব্যক্তি ২টি প্লাস্টিকের বস্তায় করে কিছু মালামাল নিয়ে ভারতের দিকে যাচ্ছে। বিষয়টি সন্দেহ হলে টহলদল উক্ত ব্যক্তিদের দিকে এগুলে তারা বস্তা ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অতঃপর বস্তাগুলো উদ্ধার করে তার মধ্যে লেজ এবং মুখ বাঁধা অবস্থায় ০৯টি গুইসাপ পাওয়া যায়।

উদ্ধারকৃত গুইসাপগুলো শনিবার (১ এপ্রিল) চৌদ্দগ্রাম উপজেলার বন কর্মকর্তা মোঃ শহিদ মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: