বিয়ের পিঁড়িতে বসার আগেই প্রাণ গেল নর্থ সাউথের ছাত্রীর

রাজধানীর লালবাগের বেড়িবাঁধ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তার তামান্না (২৭) নিহত হয়েছেন। মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কায় সানজিদা ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর তার মাথার ওপর দিয়ে চলে যায় কাভার্ডভ্যানের চাকা। শুক্রবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সানজিদার ঈদের পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ঠিক হয়েছিল। কানাডা প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়ের কথা ঠিক হয়েছিল। ঈদের পরই বিয়ে করে কানাডা যেতে চেয়েছিলেন তিনি। তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের এই শিক্ষার্থী।
তামান্নার চাচা জাকির হোসেন চৌধুরী বলেন, শুক্রবার দুপুরে বান্ধবীর বাসায় ইফতার করার জন্য বাসা থেকে বের হয়। রাত ১০টার দিকে ফেরার পথে বেড়িবাঁধের ওপর মোটরসাইকেল থেকে পড়ে যায় সে। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তামান্নার মাথার ওপর দিয়ে চলে যায়।
জাকির হোসেন জানান, দুই মাস আগে কানাডা প্রবাসী এক তরুণের সঙ্গে তামান্নার বিয়ে ঠিক হয়। ঈদের পর দেশে এসে তাকে বিয়ে করে কানাডায় নিয়ে যাওয়ার কথা ছিল। দুই ভাই এক বোনের মধ্যে তামান্না ছিল সবার ছোট। তাদের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওয়াসেকপুর এলাকায়। তার বাবার নাম আবু তাহের।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ বলেন, তামান্না ধানমন্ডির আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। মোটরসাইকেল থেকে তিনি পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা কাভার্ডভ্যান চালকসহ তিন জনকে আটক করেছি। তাদের কাছ থেকে আরও বিস্তারিত জানব। নিহতের ভাই সায়েম বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: