নড়াইলে বিশ্ব অটিজম সচেনতা দিবস পালিত

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০১:২৫ পিএম

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভূক্তিমুলক বিশ্বগঠন' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হয়েছে বিশ্ব অটিজম ও সচেনতা দিবস। দিবসটি পালন উপলক্ষে রবিবার (২ এপ্রিল) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজনে আলোচনাসভা ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ শুভাশিস বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভাশেষে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: