নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ পিএম

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে ৬ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২ এপ্রিল) নড়াইল সদর উপজেলার পুরাতন বাস টার্মিনাল, মুচিরপুল বাজারে নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযানে আনসার সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স সরদার ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স আজিজ ফল স্টোরকে ১ হাজার টাকা, মেসার্স নড়াইল ডেইরী এন্ড সুইটসকে ১ হাজার টাকা, মেসার্স আশরাফ এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা, মেসার্স কুন্ডু মুদি এন্ড ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, মেসার্স অরিত্র কম্পিউটার এন্ড টেলিকমকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, বাজার নিয়ন্ত্রণে নিয়মিত আমাদের অভিযান চলছে। জনস্বার্থে পুরো রমজান মাস আমাদের কড়া নজরদারি থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: