অনিয়মের প্রতিকার পেতে ট্রাইব্যুনাল গঠন করল ইসি

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৩, ০৪:৪৫ পিএম

গত ১৬ মার্চ অনুষ্ঠিত ৫৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়ম ও অভিযোগের প্রতিকার পেতে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে যেসব প্রার্থীরা অভিযোগ দায়ের করতে চান ওনারা নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে পারবেন।

বরিবার (২ এপ্রিল) নির্বাচন কমিশনের উপসচিব (আনই) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিয়োগ দায়ের করতে হবে। ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১৮০ দিনের মধ্যে। সেখানে সুবিচার না পেয়ে থাকলে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে যাওয়া যাবে নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ৩০ দিনের মধ্যে। আপিল ট্রাইব্যুনাল সে অভিযোগ নিষ্পত্তি করবেন পরবর্তী ১২০ দিনের মধ্যে।
সংশ্লিষ্ট জেলার সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: