শিক্ষার্থীদের স্বপ্নপূরণ করলেন পবিপ্রবি ছাত্রলীগ

দীর্ঘদিন আটকে থাকার পর এবার পবিপ্রবি'তে সিজিপিএ ও জিপিএ মানদণ্ড তুলে দিয়ে মাষ্টার ডিগ্রী প্রোগ্রামে ভর্তি হয়ে উচ্চশিক্ষা অর্জনের দ্বার উন্মোচন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গতকাল সোমবার (৩ এপ্রিল) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে পবিপ্রবির পোস্টগ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মোঃ ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সিজিপিএ ও জিপিএ জনিত জটিলতা সংকট নিরসন করে পবিপ্রবি থেকে স্নাতক উত্তীর্ণ সাধারন শিক্ষার্থীদের জন্য পবিপ্রবি থেকেই স্নাতকোত্তর করার সুযোগ দিয়ে উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করায় অত্যন্ত খুশী সাধারণ শিক্ষার্থীরা।
পবিপ্রবির শেরে বাংলা হল (১) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমেল বলেন, দীর্ঘদিন আমরা এই জটিলতায় আটকে ছিলাম। পবিপ্রবি ছাত্রলীগের একান্ত প্রচেষ্টার ফলে আমদের স্বপ্নপূরণ হলো। আমরা এখন আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকেই মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করতে পারবো।
এই জটিলতা নিরসনে নেপথ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে পবিপ্রবি শাখা ছাত্রলীগ। এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সাধারন শিক্ষার্থীদের জন্য এই স্নাতকোত্তর করার সুযোগ তৈরি করে দেয়ার সফলতার নেপথ্যে ভূমিকা রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস-চ্যান্সেলর আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত স্যার এর প্রতি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: