বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির ‘হু’ সিমুলেশন হেলথফোরাল অনুষ্ঠিত

সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে দুইদিন ব্যাপী বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সাথে যৌথভাবে ‘হু’ সিমুলেশন হেলথফোরাল-২০২৩ এ আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দিনব্যাপী আশুলিয়ার বিরুলিয়া ইউনিয়ন এলাকায় অবস্থিত ড্যাফোডিল স্মার্ট সিটির বিশ্ববিদ্যারয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস) হল ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (IFMSA) এর একটি জাতীয় সদস্য সংগঠন। (IFMSA) হল একটি সত্তা যা বিশ্ব মেডিকেল অ্যাসোসিয়েশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের দ্বারা শিক্ষার্থীদের চিকিৎসক হিসেবে বিশ্বব্যাপী ভয়েস স্বীকৃত দেয়।
ডব্লিউএইচও সিমুলেশন হল একটি মডেল ইউনাইটেড নেশনস যা ডব্লিউএইচওর কাজের উপর দৃষ্টি নিবদ্ধ করে; এটি একটি বিশ্ব স্বাস্থ্য সম্মেলন যা বিশ্বব্যাপী স্বাস্থ্য নীতি এবং কূটনীতির বিশ্বকে সংজ্ঞায়িত করে এমন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বাস্তবতাগুলিকে অনুকরণ করার জন্য।
এসময় প্রধান অতিথি, ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,প্রফেসর ডাঃ মাজহারুল ইসলাম, লাইন ডিরেক্টর, প্ল্যানিং মনিটরিং অ্যান্ড রিসার্চ, ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস), বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের উপদেষ্টা,গবেষণা ও প্রকাশনা অধ্যাপক এম মোস্তফা জামান, অ্যারিস্টোফার্মা লিমিটেডের পরিচালক সাদমান শাহরিয়ার হাসান,আউটরিচ ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের প্রধান ডাঃ মোঃ ফজলারাব্বী খান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: