সাংগঠনিক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত করলেন এমপি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩, ১১:৫৮ পিএম

ঈশ্বরদীতে আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম শৃঙ্খলা বজায় রাখার বিশেষ অবদানে দাশুড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়াড আওয়ামী লীগ নেতাকর্মীদের পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় দাশুড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়াড আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডিলুর হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়।

ঈশ্বরদী-আটঘরিয়ার সংসদ সদস্য মুজিব বাহিনীর এ অঞ্চলের আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপির পক্ষ থেকে একটি এলইডি স্মাট ৩২ ইঞ্চি টিভি, ফ্যান ও আর্থিক সহযোগিতা তুলে দেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

আওয়ামী লীগ নেতারা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, একতা আওয়ামী লীগ নেতাদের মাঝে ভ্রাতৃত্ববোধ থাকায় মাননীয় সংসদ সদস্য আমাদেরকে পূরষ্কৃত করেছেন।

তারা আরও বলেন, এই এলাকা গুলো বিএনপি জামায়াত অধ্যুষিত এলাকা, আমরা নিজেদের মধ্যে একতা রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করি।

এ সময় যুবলীগ নেতা জুয়েল রানা, এম এ সাত্তার, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: