সাংবাদিকদের ধুয়ে দিয়ে আরাভ খান বললেন, ‘১ মাস জেলে ছিলাম’

ফের আলোচনায় পুলিশ কর্মকর্তা খুনের অন্যতম পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। বৃহস্পতিবার (৪ মে) ফেসবুক লাইভে এসে তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর এক মাস ৭ দিন জেল খেটেছেন। এ সময় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন দুবাইয়ে অবস্থানরত এই বাংলাদেশী নাগরিক।
ফেসবুকে লাইভে আরাভ বলেন, ‘ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর ইন্টারপোল এর পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমাকে তাদের সঙ্গে দেখা করতে বলা হয়, যদি না হয় তাহলে গ্রেফতার করা হবে বলে জানানো হয়। পরবর্তীতে আমি ইন্টারপোলের কর্মকর্তাদের সঙ্গে দেখা করি এবং একমাস সাত দিন আমাকে জেল খাটতে হয়। দুই দিন আগে আমি জেল থেকে বেরিয়েছি।’
তিনি দাবি করেন, ‘বিনা অপরাধে ইন্টারপোলের জেল খাটতে হয়েছে আমাকে। ৭৮ জন বড় বড় আসামিদের সঙ্গে আমি ছিলাম। সবার সঙ্গেই আমার কথা হয়েছে, আমি ভালই ছিলাম’। এছাড়াও সাংবাদিকদের জেনে বুঝে তারপর নিউজ করার জন্য অনুরোধ করেন।
আরাভ আরও বলেন, ৯ থেকে ১০ বার বাংলাদেশ সরকার আমাকে নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশ প্রশাসন নেওয়ার চেষ্টা করেছিল। অনেকেই বলেছেন আমি পালিয়ে গেছি। আমি পালিয়ে যায়নি। আমি জানি আমি অপরাধী না, তাহলে কেন আমি পালাবো। আমাকে পুলিশ ধরে নিয়ে যায়নি, আমিই গিয়েছি। আমি মনে হয় কোনও পাপ করেছিলাম সেজন্য আল্লাহতায়ালা আমাকে শাস্তি দিয়েছেন। আমার আগের ভিডিও নিয়ে অনেকেই ফেইক আইডি খুলে সেসব ভিডিও প্রকাশ করেছে।
সাংবাদিকদের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাকে কোনও কারণ ছাড়াই অভিযুক্ত করা হয়েছে। এজন্যই আমাকে জেল খাটতে হয়েছে। সাংবাদিকদের মধ্যে অনেকেই অসৎ। এই অসৎ সাংবাদিকদের দেশে-বিদেশে কোথায় কি আছে, এসব আমি খুঁজে ফেসবুকের মাধ্যমে তুলে ধরবো। তবে সাংবাদিকদের কে কে তার কাছে টাকা চেয়েছেন, এ বিষয়টি তিনি এখনও খোলাসা করেননি। এ বিষয়ে কোনও তথ্য প্রমাণ তিনি এখনও উপস্থাপন করতে পারেননি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: