কেন ঘূর্ণিঝড়ের নাম ‘মোখা’

প্রকাশিত: ০৫ মে ২০২৩, ১০:৪৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার নাম নিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ইয়েমেন এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য নাম দিয়েছে 'মোখা'। যার নামকরণ করা হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় কফির নামে।

বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী, বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিভিন্ন দেশ। যেমন এর আগে উপকূলে আঘাত হানা ‘সিত্রাং’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল থাইল্যান্ড। তেমনই ‘মোখা’নামটি দিয়েছে ইয়েমেন।

যদিও ‘মোখা’শব্দের আক্ষরিক কোনো অর্থ নেই। ইয়েমেনের বন্দর শহর ‘মোখা’র নামে ঘূর্ণিঝড়ের এ নামকরণ করা হয়েছে।

১৯ শতক পর্যন্ত মোখা ছিল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বন্দর। এ শহর থেকেই সারা বিশ্বে বিখ্যাত কফি ‘মোখা’রফতানি করা হতো। কফির নামকরণও হয়েছে শহরের নামেই। বহু বছর ধরে মোখা বন্দর দিয়ে দেশ-বিদেশে ‘মোখা’ কফি রপ্তানি করা হতো।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে রবিবার (৭ মে) একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে ভারতের চার রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: