পাবনায় মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঈশ্বরদীতে যুবলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১১:২৫ পিএম

আগামী সোমবার পাবনায় মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঈশ্বরদীতে যুবলীগের বিশাল আনন্দ মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ মে) বিকালে এ আনন্দ মোটরবাইক শোভাযাত্রাটি শহরের আকবরের মোড় এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন পাবনা-৪ সংসদ সদস্য মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি।

এ সময় প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন, পাবনার কৃতি সন্তান বর্তমান বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন মহোদয় ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের নিবেদিত প্রান।

সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশের জন্য কাজ করেছেন। জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য তিনি নিরলস পরিশ্রম করে গেছেন। আমরা পাবনা বাসী গর্বিত রাষ্ট্রপতি কে পেয়ে। যুবলীগ নেতারা বলেন, আগামী পাবনা উন্নয়নে মহামান্য রাষ্ট্রপতি ব্যাপক ভূমিকা রাখবেন।আমাদের ঈশ্বরদী বাসির প্রাণের দাবী ঈশ্বরদী বিমানবন্দর পূনরায় চালু, ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, কৃষি প্রসেস কেন্দ্র,রেল আধুনিক প্রশসত্বকরণ, পাকশী ইপিজেড প্রশারিত করার ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহন করবেন।বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের উদ্যোগে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে শহরের আকবরের মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুরাদ আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস জাহিদ হোসেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, যুবলীগ নেতা জুয়েল রানা, কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক রুশদী হাসান মিলন, ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজান মালিথা, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, সানোয়ার মালিথা, সম্রাট হোসেন দিপ্ত, আকমল সহ উপজেলার আওয়ামী,যুবলীগ,ছাত্রলীগ প্রমুখ। অনুষ্ঠিত আনন্দ শোভাযাত্রা পরিচালনা করেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: