রাষ্ট্রপতির সংবর্ধনা সফলের লক্ষ্যে ঈশ্বরদী উপজেলা যুবলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৯:০৮ পিএম

পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে দেশের ২২ তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃসাহাবুদ্দিন কে গণসংবর্ধনা উপলক্ষে ঈশ্বরদী উপজেলা যুবলীগের বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে পাবনা নাগরিক সমাজের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি নির্দেশনায় আয়োজিত সংবর্ধনা সফল করার লক্ষ্যে এ বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাসের উদ্যোগে ও ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ এর পরিচালনায় আনন্দ মিছিল টি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট লগ্নের সামনে এসে শেষ হয়।

এ সময় ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতারা ঈশ্বরদী উপজেলায় অবস্থিত জেলার সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বন্ধ হওয়া পাবনা সুগার মিল পূনরায় চালু,ঈশ্বরদী বিমানবন্দর কে আধুনিকরণ করে চালু, ঈশ্বরদী রেলগেট ফ্লাইওভার নির্মান, ঈশ্বরদী ইপিজেড প্রশস্তকরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, পাবনার কৃতি সন্তান দেশের ২২ তম মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃসাহাবুদ্দিন মহোদয় পাবনার উন্নয়নে অগ্রগতি ভূমিকা পালন করবেন। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করনে বিশ্বে অগ্রনী ভূমিকা পালন করবেন।

উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা জিয়েল রানা,স্বেছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা,কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুশদী হাসান মিলন, যুবলীগ নেতা কামাল বিশ্বাস, আকমল হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ প্রমুখ।উল্লেখ্য, সোমবার (১৫ মে) দুপুরে চারদিনের রাষ্ট্রীয় সফরে পাবনায় পৌঁছান দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি সার্কিট হাউসে উপস্থিত হলে গার্ড অব অনার তাকে বরণ করা হয়।

সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বীরমুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরি, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ প্রশাসনের কর্মকর্তা ও দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি বীরমুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। এ সময় তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি শহরের আরিফপুরে কেন্দ্রীয় গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: