পিঠে বয়ে পরীক্ষার্থীকে হলে পৌঁছানোয় প্রশংসা কুড়াচ্ছে জবি বিএনসিসি
পিঠে বয়ে পরীক্ষার্থীকে হলে পৌঁছে দেওয়ার ঘটনায় প্রশংসায় ভাসছেন জবি বিএনসিসি, রোভার স্কাউটসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার (২০ মে) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা অসুস্থ ও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে সহযোগিতা করে তারা।
এ সময় স্মৃতি নামের এক পরীক্ষার্থীকে পরীক্ষার আগে বিএনসিসির সার্জেন্ট মাহিয়া আফরিন কেন্দ্রে নিয়ে যান ও পরীক্ষা শেষে নিয়ে আসেন ঋষিকা। এমন মহৎ কাজে সকল মহলেই প্রশংসা কুড়াচ্ছে জবি বিএনসিসির সদস্যরা।
জানা যায়, মিরপুর রূপনগর থেকে পরীক্ষা দিতে জবি কেন্দ্রে আসার সময় রাস্তায় রিকশা থেকে পরে গিয়ে পায়ে ব্যথা পান স্মৃতি। তিনি থেকে মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর পায়ে অত্যাধিক ব্যথা থাকায় তাকে ধরে নিয়ে যাচ্ছিল বিএনসিসি সার্জেন্ট মাহিয়া ও রোভার স্কাউটস সদস্য জুই।
এক পর্যায়ে সময় স্বল্পতা আর স্ট্রেচারে বসতে না চাওয়ায় মাহিয়া তাকে পিঠে চড়তে বলে আর তার পিঠে উঠিয়ে মেডিকেল সেন্টার থেকে নতুন একাডেমিক বিল্ডিং এ নিয়ে যায়। পরবর্তীতে একইজনকে পরীক্ষা কেন্দ্রে পিঠে করে নিয়ে আসে বিএনসিসির ১৫তম ব্যাচের শিক্ষার্থী ঋষিকা। পরীক্ষা শেষে কথা বলতে গেলে, তিথি জানান স্বেচ্ছাসেবী বিএনসিসির আপুরা না থাকলে আজকে আমার পরীক্ষায় একটা বড় বাধা থাকতো। তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সার্বিক বিষয় নিয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, "সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পুলিশ সদস্যরা নিয়োজিত ছিল। দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করেছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট, সাংবাদিকরা সহ অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।" তবে বিএনসিসির সদস্যদের এমন মানবিকতা সত্যিই প্রশংসার দাবিদার।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: