ঢাবির শহীদুল্লাহ্ হলে ছাত্রকে বহিরাগতের মারধরের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের এক শিক্ষার্থীকে এক বহিরাগত মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটলে প্রাধ্যক্ষের পদতয়াগের দাবিতে নামে শিক্ষার্থীরা। তবে জানা গেছে, আন্দোলনকারীদের ছাত্রলীগের নেতা-কর্মী। এ ঘটনায় রাত সোয়া ১টা পর্যন্ত হলের সব গেট বন্ধ করে রাখেন আন্দোলনকারীরা।
হলের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, সাম্প্রতিককালে মালি নিয়োগে ছাত্রলীগের ‘পছন্দের প্রার্থী’ না নেওয়ায় এটিকে ইস্যু বানিয়ে আন্দোলন করছেন তাঁরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বন্ধু দাবি করা মাজহারুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমার বন্ধু ফলিত গণিত বিভাগের ২০১৬-১৭ সেশনের বায়েজিদ হলের পুকুর পাড়ে বসেছিল। এ সময় বাইরের একজন এসে তাকে মারধর করে। বাইরের লোকজন এভাবে হলে এসে ছাত্রদের মারধর করে যাবে, এটা ঠিক নয়। মারধরের প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি।
জানা গেছে মাজহারুল ইসলাম, হলটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের তানভীর হাসান সৈকতের অনুসারী।
এদিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, হলের সাধারণ শিক্ষার্থীরা তাঁদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছেন। বহিরাগতদের দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। এখানে নিয়োগের কোনো বিষয় নেই। নিয়োগ তো হল প্রশাসন করে, এখানে ছাত্রলীগ কখনো মাথা ঘামায়নি।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন বলেন, বিষয়টি গতকাল রাতেই মিটমাট করে দেয়া হয়েছে, এখন আর অন্য কোন ইস্যু নেই।
তবে কেন পদত্যাগ দাবি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সায়েন্স ক্যাফেটেরিয়া বন্ধ হওয়াতে হলের খাবারের দোকানগুলোতে চাপ পড়েছিল। যার ফলে বহিরাগতদের আনাগোনা বাড়াতে হলের শিক্ষার্থীদের খাবারের সমস্যা হচ্ছিল। তাই শিক্ষার্থীরা বহিরাগতদের আনাগোনা নিয়ন্ত্রণে দাবি তুলছিল, তখন তাঁরা এ দাবিও তোলে।
অভিযুক্ত ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক জাবেদ হোসেন বলেন, জানতে পেরেছি তিনি পার্শ্ববর্তী এফ এস হলের (ফজলুল হক মুসলিম হল) শিক্ষার্থী ছিলেন। তবে ওই শিক্ষার্থীর সঙ্গে বন্ধুও থাকতে পারে, এখন কারা ছিল ওই দিকে আর এগোয়নি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: