এই সূবর্ণ সুযোগ হাতছাড়া না করি: শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত: ২৪ মে ২০২৩, ০৬:৩৬ পিএম

বিশিষ্ট আলেম, সময়ের আলোচিত ইসলামি চিন্তাবিদ ও বক্তা শায়খ আহমাদুল্লাহ সমসাময়িক বিষয় নিয়ে প্রায়ই তার ফেসবুক ওয়ালে লিখে থাকেন। এবার তিনি তার ফেসবুকে বৃষ্টির সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলেছেন।

গত মঙ্গলবার (২৩ মে) শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। এই সূবর্ণ সুযোগ হাতছাড়া না করি। অন্তত মনে মনে নেক চাওয়াগুলো আল্লাহর নিকট পেশ করি।

এর আগে, গত মাসে আল্লামা শায়খ আহমাদুল্লাহ রাজধানীর আফতাব নগরে খোলা মাঠে এই প্রার্থনার আয়োজন করেন।এ সময় মুসল্লিদের নিয়ে বৃষ্টি প্রার্থনার নামাজ সালাতুল ইস্তিসকা আদায় করেন শায়খ আহমাদুল্লাহ। পরে মোনাজাত করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: