বিশ্ব করোনা: শনাক্তে শীর্ষে দক্ষিণ কোরিয়া, মৃত্যু বেশি জার্মানিতে

প্রকাশিত: ২৬ মে ২০২৩, ১০:৩০ এএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭৯ জন। শুক্রবার (২৬ মে) সকালে করোনার খোঁজখবর রাখে এমন ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৯ হাজার ৮০ জন আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। একইসময়ে মৃত্যুর শীর্ষে উঠে এসেছে জার্মানি। দেশটিতে ৩৯ জন মারা গেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৮ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৫৪৫ জন এবং মারা গেছেন ৮ জন। ইন্দোনেশিয়া আক্রান্ত হয়েছেন ৬১৯ জন এবং মারা গেছেন ৬ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৭৮৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮২ হাজার ৬৯৩ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৪৮২ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বাংলাদেশে প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: