জয়পুরহাটে দাবা টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০৬:৪৬ পিএম

বুদ্ধি বিত্তিক খেলা দাবার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জয়পুরহাটে শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিন ব্যাপী পুলিশ সুপার ১ম ফিদে স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো-২০০০) -২০২৩। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত ১ম ফিদে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফারজানা রহমানের সম্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জয়পুরহাট বারের প্রেসিডেন্ট এড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট চেম্বারের সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হাকিম মন্ডল, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু প্রমূখ। অনুভুতি প্রকাশ করতে গিয়ে প্রতিবেশি বন্ধু দেশ ভারতের কলকাতা থেকে আগত সন্দীপন সেনগুপ্ত আয়োজনে অভিভূত ও সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন।

বুদ্ধি বিত্তিক খেলা দাবার প্রতি আগ্রহ সৃষ্টি করা ও নিজের জীবনকে যেন সেভাবে তৈরি করতে পারে সে লক্ষ্যে দুদিন ব্যাপী এ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।

পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে বাংলাদেশের শতাধিক খেলোয়াড়সহ ভারতীয় ২০ জন খেলোয়াড় ও অভিভাবক অংশ গ্রহন করছেন বলে জানান জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু। টুর্নামেন্ট কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক দাবা খেলোয়াড় তমিজার রহমান। ঢাকা থেকে আগত এবি বাপ্পি আন্তর্জাতিক রেটেট খেলোয়াড় ও শেখ রাশেদুল হাসান আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

কলকাতা থেকে আগত দাবা খেলোয়াড় ধৃব্রত কুন্ড রেটিং ১৫৩০, সুবব্রত রায় রেটিং ১৬১২, সোহম দে রেটিং ১৭৯৫ ও অনিশ রুজ রেটিং ১৬৩২ বলে জানান। অভিভাবক সুবীর রায় জানান, খুব ভালো লাগছে ম্যানেজমেন্ট বলে মন্তব্য করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: