গৌরীপুরে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে নির্যাতন, ৯৯৯ এর সহযোগিতায় উদ্ধার

স্কুলের আসা যাওয়ার পথে ৮ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করত বখাটে। উত্যক্ত করার বিচার দেয়ায় স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ঘরে তালাবন্দি করে রাখে দীপু (২৪) নামে এক বখাটে। চালানো হয় শারীরিক ও মানসিক নির্যাতন। স্কুল ছাত্রীর স্বজনরা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৮মে/২৩) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে বীর আহাম্মপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনার পরদিন ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত দীপু ও ও তার বাবা-মাকে আসামী করে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও আসামীদের গ্রেপ্তারে পুলিশের কোন তৎপরতা নেই বলে অভিযোগ ওঠেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত বখাটে যুবককে দ্রত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৫মে/১৩) দুপুরে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু বখাটে যুবকের প্রভাবশালী পরিবারের হুমকীতে সেই প্রতিবাদ কর্মসূচী ভেস্তে গেছে বলে কয়েকজন মন্তব্য করেছেন।
স্কুল ছাত্রীর বাবা বলেন, স্কুলে আসা যাওয়ার পথে আমার মেয়েকে উত্যক্ত করত বীর আহাম্মদপুর গ্রামের আরশেদ আলীর ছেলে দীপু মিয়া। বিষয়টি দীপুর বাবাকে জানানোর পর আমার মেয়ের সর্বনাশ করবে বলে হুমকী দেয়। ঘটনার দিন বিকালে স্কুল থেকে ফেরার পথে দীপু আমার মেয়েকে তুলে নিয়ে তালাবদ্ধ করে নির্যাতন করে। এ কাজে সহযোগিতা করেন দীপুর বাবা-মা। ঘটনা জানার পর তাৎক্ষণিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে আমার মেয়েকে উদ্ধার করেন। ঘটনার পরদিন তিনি গৌরীপুর থানায় মামলা করেন।
বৃহস্পতিবার (২৫ মে/২৩) স্কুলের উদ্যোগে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্ত-মূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রভাবশালীদের হুমকীতে তুচ্ছ অযুহাতে এ প্রতিবাদ কর্মসূচী স্থগিত করেন স্কুলের প্রধান শিক্ষক। এদিকে রহস্য-জনক কারণে আসামীদের গ্রেফতার করছেন না পুলিশ। বর্তমানে আসামীদের নানা হুমকীতে আতঙ্কে দিন কাটছে বলে জানান ভিকটিমের বাবা।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর, ইসলাম উদ্দিন, চন্দন মিয়া, রোখসানা বেগম জানান, এঘটনার প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ স্কুলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছিল।
এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহনের জন্য জানানো হয়। কিন্ত রহস্যজনক কারনে মানববন্ধন কর্মসূচী স্থগিত করা হয়।স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ জানান,এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচীর তারিখ নির্ধারণ করা হয়েছিল।কিন্তু পরদিন সভার রেজুলেশন খাতায় কেউ স্বাক্ষর না করায় তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচী স্থগিত করা হয়েছে।
এবিষয়ে মামলার তদন্ত-কর্মকর্তা এস আই মোঃ মোরশেদুর রহমান বিডি২৪লাইভকে জানান, মামলার আসামীরা বাড়িঘর ছেড়ে পলাতক রয়েছে তাদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: