নড়াইলে স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা, আটক ৩

জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকে: নড়াইলে স্বর্ণালংকার মেরামতের নামে অভিনব পদ্ধতিতে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬মে) ভোরে নড়াইল সদর থানা, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে অভিযান চালিয়ে যশোর ও গোপালগঞ্জ জেলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হযরত আলী সোনারুর ছেলে মো. আলম মিয়া সোনারু (৩৭), মো. আমিনুল ইসলাম সোনারুর ছেলে সাদ্দাম হোসেন (৩৩) ও মো. হামেদ সোনারুর ছেলে বাবু সোনারু (২৫)। সকলে মাদারগঞ্জ থানার দক্ষিণ গাবের গ্রামের বাসিন্দা।
এ সময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ২টি লোহার হাতুড়ি, ২টি ছোট নিক্তি (দাঁড়িপাল্লা), ২টি হ্যান্ড গ্যাস মেশিন, ১টি সানলাইট গ্যাসের কৌটা, ২টি শোন, ২টি লোহার কাতানী, ১টি সিটি গোল্ডের চুরি, ১১টি পিতলের গুল্টি, ১টি ব্রাশ ও ৩টি কাসার তৈরী ডাইস জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০মে নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামে মেহেদি হাসান রানা (২৯) নামের এক ব্যক্তির বাড়িতে প্রতারণার ঘটনাটি ঘটে। ঐদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি স্বর্ণালংকার মেরামতের নামে তাদের বাড়িতে প্রবেশ করে। অতঃপর মেহেদির মায়ের স্বর্ণের একটি চেইন মেরামত করতে গিয়ে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলে। তারপর তার মাকে বুঝিয়ে চেইনটি একটা দলায় পরিণত করে দেয় এবং পরের দিন চেইনটি তৈরি করে দেওয়ার কথা বলে মজুরি না নিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে চলে যায়। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও মেহেদির পরিবার ব্যর্থ হয়। অতঃপর তারা স্থানীয় স্বর্ণকারের নিকট গিয়ে জানতে পারেন তাদের নিকট থাকা দালাটি স্বর্ণের নয়। পরে মেহেদি বাদী হয়ে ২৫মে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন।
নড়াইল জেলার পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: