মেহেরপুরে ককটেলসহ দুই বিএনপি কর্মী আটক

প্রকাশিত: ২৬ মে ২০২৩, ০৫:১৭ পিএম

মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি নামের দুই বিএনপি কর্মীকে আটক করেছে। পুলিশ তাদের কাছ থেকে ৪ টি ককটেল উদ্ধার করেছে।

বৃহস্পতিবার দিবাগতরাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বেড়াপাড়া তারেক হোসেন ও নাহিদ মাহামুদ সানিকে আটক করে। তারেক হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া মোতালেব হোসেনের ছেলে এবং নাহিদ মাহমুদ সানি বড় বাজার এলাকার সাঈদ মাহমুব জ্জামানের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানিকে আটক করা হয়। এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৪টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: