বরগুনায় বিএনপির সমাবেশ, গ্রেফতার ১
বরগুনায় শুক্রবার (২৬ মে) বরগুনা পুরাতন লঞ্চঘাট চত্তরে জেলা বিএনপি'র উদ্দোগে কেন্দ্রীয় কর্মসূচি ১০ দফা দাবী আদায়ে জনসভা অনুষ্ঠিত হয়। সাবেক সদস্য বরিশাল জেলা বিএনপি'র সহ-সভাপতি আ্যাড়ঃ বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে বরগুনার ৬টি উপজেলা সহ ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন। জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আঃ আউয়াল মিন্টু।
সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, মাহবুবুল হক, নান্নু, বরিশাল জেলা বিএনপি'র নেতা ওবায়দুল হক চাঁন, জেলা বিএনপি'র সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, সাবেক সভাপতি, নজরুল ইসলাম মোল্লা, সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি, কেন্দ্রীয় শ্রমিক দল নেতা, ফিরোজুজ্জামান মামুন মোল্লা, বিএনপি নেতা আঃ মজিদ তালুকদার, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, আবু তাহের প্রমূখ।
বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সমাবেশে আসার পদে বিভিন্ন স্হানে পুলিশ তাদের নেতা-কর্মীদের কে বাঁধা দেবার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে নেতা-কর্মীদের বাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানী করার অভিযোগ করা হয় সমাবেশে।
বৃহস্পতিবার রাতে পাথরঘাটা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরদুয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ হাওলাদারকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার।
জানাগেছে, বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি ১৭ বছর পর নিজ এলাকা পাথরঘাটায় প্রবেশের সময় গত বছরের ৪ সেপ্টেম্বর পাথরঘাটার সিঅ্যান্ডবি এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের রনক্ষেত্র তৈরি হয়। এ ঘটনায় পাথরঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৯৯ জনকে নামিয় ও আড়াইশ থেকে তিনশনকে অজ্ঞাত আসামী করে পাথরঘাটা থানায় মামলা হয়। এ মামলায় তাকে আসামি দেখিয়ে চরদুয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার জানান, হারুন অর রশিদ হাওলাদার একটি মামলার এজাহারভূক্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান করছে, অযথা কাউকে হয়রানীর অভিযোগ তিনি অস্বীকার করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: