ময়মনসিংহে কিশোর গ্যাং লিডার অনিক র‍্যাব-১৪ জালে গ্রেফতার

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১০:৫৪ এএম

ময়মনসিংহে ভালুকায় কিশোর গ্যাং লিডার রেজওয়ান মাহমুদ অনিককে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। শুক্রবার (২৬ সে) ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, এদিন ভোর সাড়ে ৫টার দিকে জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অনিক ভালুকার পৌরসভার রাংচাপড়া এলাকার মানিক মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম ফিরুজের ছেলে সানজিদুল হাসান মুগ্ধর সঙ্গে কিশোর গ্যাং লিডার অনিকের বিরোধ চলছিল। এজন্য সানজিদুলকে প্রায়ই উত্যক্ত করত অনিক। গত ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকা দিয়ে যাচ্ছিল সানজিদুল।

এ সময় অনিকের নেতৃত্বে তার সহযোগী কিশোর নয়ন, ইফাতসহ আরো ১৩ থেকে ১৪ জন সানজিদুলের পথরোধ করে গালাগালি শুরু করে। এ সময় সানজিদুলের সঙ্গে কাটাকাটির একপর্যায়ে অনিক ধারালো দা দিয়ে সানজিদুলের কাঁধে কোপ দিয়ে গুরুতর আহত করে।

একইসঙ্গে তার সঙ্গে থাকা নয়ন ও ইফাতসহ অন্য সহযোগীরা ধারালো খুর দিয়ে সানজিদুলের গলায় ও পিঠে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সানজিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এ ঘটনায় (২২ মে) সানজিদুলের বাবা বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেন। র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, শুক্রবার (২৬ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে অনিক গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: