সাকিবের বিকল্প এখনও নেই, এটাই বাস্তবতা: পাপন

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১১:৩৯ এএম

বাংলাদেশের হয়ে সাকিব বরাবরই দুর্দান্ত পারফরমার। গত এক যুগে সাকিব ও ম্যান অব দ্য ম্যাচ যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। নিঃসন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে তার মাপের কোনো অলরাউন্ডার আসেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও একই কথা। তার মতে, বাংলাদেশে সাকিবের চেয়ে ভালো ব্যাটসম্যান বা বোলার থাকলেও তার মতো অলরাউন্ডার নেই।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘খেলোয়াড়দের মাঝে আমি বলব যে সাকিবের বিকল্প আমাদের এখনও নেই, এটাই বাস্তবতা। আমাদের ব্যাটার আছে, বোলার আছে, আপনি যদি বলেন হয়তো ওর মতো বা ওর চেয়ে ভালো বোলার আছে, ওর মতো বা ওর চেয়ে ভালো ব্যাটার আছে। কিন্তু দুটোই আছে এ রকম কেউ নেই।'

সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে এখন। তারকা অলরাউন্ডারের বিদায়ের পর তার বিকল্প কে হবেন এমন প্রসঙ্গ হরহামেশাই আসে। এবার এই বিষয়ে কথা বললেন পাপন, ‘আশা করি বেশ কয়েকজন ছেলে আছে। মিরাজ যদি তার বোলিং এবং ব্যাটিংটাকে আরও একটু পাকাপোক্ত করতে পারে তাহলে সাকিব হতে পারবে না, কাছাকাছি যেতে পারবে হয়তো। এমনকি শান্তকে দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে বল করতে, খারাপ করেনি কিন্তু।'

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি বল হাতে বরাবরই দুর্দান্ত সাকিব। বাঁহাতি এই স্পিনারের সবচেয়ে বড় শক্তির জায়গা দ্রুতই ব্যাটারদের পড়তে পারা। ব্যাটিংয়ে দলের প্রয়োজনে বিপর্যয় সামাল দিতে পারেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ৬৬ টেস্ট খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৪ হাজার ৪৫৪ রান করার সঙ্গে বল হাতে নিয়েছেন ২৩৩ উইকেট।

রঙিন পোশাকে সাকিবের দাপটটা একটু বেশি। ২৩২ ওয়ানডেতে ৭ হাজার ১৩২ রান করা সাকিব বাঁহাতি স্পিনে নিয়েছেন ৩০১ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার ৩৪৫ রান করার পাশাপাশি ১৩৬ উইকেট। ২০ ওভারের ক্রিকেটে ২ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: