নগরকান্দায় সেলাই মেশিন পেলো আশ্রয়ণ প্রকল্পের ৪১ নারী

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ১১:২৫ এএম

ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্পের ৪১ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। ১০ দিনের পেশাভিত্তিক প্রশিক্ষণ শেষে ৪১ সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।

শুক্রবার (২৬ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক এর নেতৃত্বে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক বিডি২৪লাইভকে বলেন, অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে আশ্রয়ণ প্রকল্পের ৪১ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: