সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে এক জন নিহত। এঘটনায় আহত হয়েছে আরও চার জন যাত্রী। শনিবার (২৭ মে) সকাল সোয়া এগারোটার দিকে হাটিকুমরুল-নগড়বাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার চকিদাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী রায়গঞ্জ উপজেলার নলকা এলাকার মোকসেদ আলী শেখের ছেলে মোহাম্মদ আলী (৪২)। আহতদের পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানান, সকালে হাটিকুমরুল গোলচত্বর থেকে উল্লাপাড়া গামী একটি সিএনজি চালিত অটোরিক্সা সাথে বাঘাবাড়ি থেকে হাটিকুমরুল গোলচত্বর গামী একটি ট্রাক উল্লাপাড়া উপজেলায় চকিদাহ ব্রিজ এলাকায় পৌছিলে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী মারা যান।
এঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার আরও চার যাত্রী আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় ঘাতক ট্রাকটিকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে হেলপার ও চালক পলাতক রয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: