নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৪:১৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে আলোচিত দলবেঁধে শিশু ধর্ষণ মামালার এজাহার ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২৬ মে) ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধি হোসেনের ছেলে বায়েজিদ হোসেন (১৯)।

উল্লেখ, গত মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ঝড়ের সময় ধুন্দার গ্রামের ওই শিশু আম কুড়ানোর পর বাড়িতে ফিরছিলো। এসময় তিনজন মিলে শিশুটিকে জোর করে একটি পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাঁকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই ঘটনায় তাঁর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ইতিমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: