কেরানীগঞ্জে আ'লীগ অফিসে হামলায় বিক্ষোভ,থানায় মামলা গ্রেপ্তার ৯

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৭:৪৮ পিএম

কেরানীগঞ্জে গত শুক্রবার সকালে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৭ মে) বিকেল পাঁচটায় উপজেলার জিনজিরা বাসরোডে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কেরানীগঞ্জের মাটিতে বিএনপির আর কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশ শেষে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করে জিনজিরার মূল সড়ক হয়ে জনি টাওয়ার, কদমতলী গোল চত্বর প্রদক্ষিণ করে চুনকুটিয়া চৌরাস্তায় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়

এতে অন্যানের মধ্যে শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন,জিনজিরা ইউনিয়ন চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, আগানগর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিরাজুর রহমান সুমন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আওয়ামী লীগের অফিসে হামলা ও আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস,এম সুমন বাদী হয়ে বিএনপি নেত্রী নিপুন রায়চৌধুরী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবুর সহ ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা শতাধিক আসামী করে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: