নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৮:২২ পিএম

জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকে: নড়াইল সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিয়াজ মাহমুদ মিশাম এবং সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান নান্নু ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক চৌধুরী নাহিদ ইকবাল পায়েল। নড়াইল

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এস এম পলাশ স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে। আগামি তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

গত ২৫ মে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নড়াইল সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

নবনির্বাচিত সভাপতি ফিরোজ শেখ এবং সাধারণ সম্পাদক পায়েল বলেন, আগামি সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করতে হবে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে নড়াইল পৌর স্বেচ্ছাসেবকলীগ মাঠে থেকে কাজ করতে বদ্ধপরিকর।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: