৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে শন অ্যাবটের রেকর্ড

মাত্র ৩৪ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ৩১ বছর বয়সী শন অ্যাবট| ইংলিশ টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে কেন্টের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। শনিবার (২৭ মে) ওভালে অনুষ্ঠিত ম্যাচে নতুন রূপে আবির্ভাব হয় শন অ্যাবট।
এর আগে, ২০০৪ সালে কেন্টের হয়ে আরেক অজি অ্যান্ড্রু সাইমন্ডস ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এতদিন এটিই ছিল এ টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এদিন মাত্র ৬৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল সারে। সেখান থেকেই দলকে টেনে তুলে অ্যাবট। অসাধ্য সাধন করে তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি।
২২ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। এরপর মাত্র ১২ বলেই এটাকে সেঞ্চুরিতে রূপ দেন। শেষ পর্যন্ত ১১ ছক্কা ও ৪ চারে ১১০ রানে অপরাজিত ছিলেন এ ক্রিকেটার। এতে কেন্টের বিপক্ষে ৪১ রানের সহজ জয় পেয়েছে সারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক অ্যাবট। ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ডের মুকুট নিজের করে রেখেছেন ক্রিস গেইল। এরপরই আছেন ৩২ বলে সেঞ্চুরি হাঁকানো রিশাভ পান্ত এবং ৩৩ বলে হাঁকানো উইয়ান লাবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: