‘তোমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাও, বিজয় হবেই’ 

প্রকাশিত: ২৭ মে ২০২৩, ০৮:৪৬ পিএম

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন। কক্সবাজারের চকরিয়ায় এক সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘তৃণমূলকে শক্তিশালী করতে সাংগঠনিক তৎপরতা শুরু করতে হবে। মতভেদ ভুলে গ্রামে-গঞ্জে সর্বত্র সবাইকে নিয়ে এখনই নির্বাচনী প্রস্তুতি নাও।’

শনিবার (২৭ মে) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় সাম্পান রেস্টুরেন্টের কনভেনশন হলের এই সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন। জাতীয় পার্টির বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সভায় কক্সবাজারের দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কক্সবাজার জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. শামসুল আলমকে দলীয় ও নির্বাচনী কর্মকান্ড জোরদার করার নির্দেশনা দেন রওশন এরশাদ।

তিনি বলেন, ‘তোমাদের পাশে আমি আছি। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। তোমরা আমার সন্তান। তোমাদের দেখভালের দায়িত্ব দিয়েছি মামুন দয়াল ও বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটিকে। তোমরা মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাও। ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই।’

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদ।

তিনি বলেন, ‘দশ ট্রাক অস্ত্র ষড়যন্ত্রের হোতাদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না। এ দেশের মানুষ এখনো ভুলে যায়নি রাতের আঁধারে কাদের মদদে সেদিন বিশাল অবৈধ অস্ত্রের চালান খালাসের চেষ্টা করা হয়েছিল। পল্লীবন্ধুর শাসনামলে এমন ঘটনা কখনোই ঘটেনি।’

কাজী মামুন আরও বলেন, ‘তারাই (বিএনপি) এখন বিদেশি শক্তির পেছনে কোটি কোটি টাকার লবিং বাণিজ্যে বিনিয়োগ করে নিষেধাজ্ঞার মোড়কে গণতন্ত্র ও সাংবিধানিক অক্ষুণ্নতা ধ্বংস করতে চায়।’

তিনি বলেন, ‘ভাঙচুর ও জ্বালাওপোড়াওয়ের রাজনীতিতে জনগণ এখন আর বিশ্বাস করে না। পল্লীবন্ধু কখনোই এ ধরনের রাজনীতি সমর্থন করেননি। মানুষ এখন প্রতিনিয়ত জীবন-জীবিকার লড়াইয়ে ব্যস্ত। জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। দেখবেন গণতন্ত্র অনেক সুন্দর ও পরিচ্ছন্ন পথে হাঁটছে।’

কক্সবাজার জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক কাজী আবু ওমর মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাবেক এমপি ও চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সমন্বয়ক এমএ গোফরান, কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য নাফিস মাহবুব, বান্দরবান জেলা জাপার আহবায়ক কাজী নাসিরুল আলম, কেন্দ্রীয় সদস্য মো. আজিজ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সফিকুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: