পর্যটককে ভাসিয়ে নিলো স্রোত, উদ্ধারে গিয়ে ডুবে গেল বন্ধুও

কুয়াকাটা সমুদ্রে গোসল করতে গিয়ে ডুবে যায় দুই পর্যটক। খবর পেয়ে সৈকতে থাকা ট্যুরিস্ট পুলিশ স্থানীয় লিটন ওয়াটার বাইকের সহায়তায় তাদের উদ্ধার করে। শনিবার (২৭ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, ঢাকা বসুন্ধরা থেকে আসা দুই বন্ধু মো. রাশিক (২৭) এবং মেজবাহ উদ্দিন তালু (২৮) গতকাল কুয়াকাটা ওয়েস্টার্ন হোটেলে উঠেন। শনিবার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় তাদের মধ্যে এক বন্ধু সাতার না জানার কারণে ঢেউয়ের তোরে গভীরে নিয়ে যায়। পাশে থাকা অন্য বন্ধু উদ্ধার করতে গিয়ে দু’জনই ডুবে যেতে থাকে।
এ দৃশ্য সৈকতে থাকা কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশের নজরে আসলে তাৎক্ষণিকভাবে ওয়াটার বাইকের মাধ্যমে উদ্ধার করেন। পরে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধার কাজে সহায়তা করা লিটন বলেন, দুই পর্যটক ডুবে যাওয়ার সময় আমরা কাছেই ছিলাম। যার কারণে জীবিত উদ্ধার করতে পেরেছি। আমরা তাৎক্ষণিক না দেখলে, বড় ধরনে দুর্ঘটনা ঘটে যেত।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ সংবাদমাধ্যমকে বলেন, সৈকতে থাকা আমাদের বক্স থেকে প্রতি ১০ মিনিট পরপর মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়। যারা সাঁতার জানে না, তাদেরকে গোসল করতে নিষেধ করা হয়। নিষেধ করা সত্ত্বেও আগত পর্যটকরা গোসলে নামে। আমরা সব সময় সতর্ক অবস্থানে আছি। সাঁতার না জানা দুই পর্যটককে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: