নড়াইলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ১২:৪৩ পিএম

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: নড়াইলের নড়াগাতীতে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ আশিকুর রহমান খানের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটের ১শ গজের মধ্যে থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

সে গত শনিবার (২৭ মে) দুপুরে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। আশিকুর রহমান ওই গ্রামের মো: আছির খানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ভোরে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নদীতে নিখোঁজ যুবক আশিকুর রহমান খানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মিলে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন।

বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিডি২৪লাইভকে বলেন, যথাযথ আইনি পক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: