দাউদকান্দিতে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০২:২৩ পিএম

কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু’জন নিহত হয়।

এ ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছে। নিহতরা হলেন দাউদকান্দি উপজেলার তেতুলদিয়া গ্রামের দুলাল ব্যাপারী ও ভবানীপুর গ্রামপর আবদুস সাত্তার। রোববার (২৮ মে) সকাল সাড়ে ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর।

তিনি জানান, চট্টগ্রামমূখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো বাহন সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রাক ও মাইক্রোবাস একসাথে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহতদের অবস্থা শংকামুক্ত। মরদেহ গুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: