ভূরুঙ্গামারীতে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৪:০১ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব‍্যবসায়ী জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭) ও সহিদ আলী (৫৭) কে আটক করেছে পুলিশ। আটককৃতরা এলাকার মাদক সম্রাট ও চিহ্নিত মাদক ব‍্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে ভুরুঙ্গামারী থানার এসআই আব্দুর রহিম এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামে অভিযান চালিয়ে মৃত আজিজুল হকের পুত্র জহুরুল ইসলাম ওরফে বাবু (৩৭) ও মৃত ইব্রাহিম আলীর পুত্র সহিদ আলী (৫৭) কে ২ কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতার কৃত আসামী জহুরুল ইসলাম ওরফে বাবু এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিদ্বয়কে রবিবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: