বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদপাদন

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৪:১৪ পিএম

মানিকছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদপাদন করা হয়েছে। রবিবার (২৮ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তবের র‌্যালীত্তর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে পদকের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার তপন চৌধুরী। পরে ক্ইুজ ও চিত্রাঙ্গকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, উপজেলার গভামারা ও গাড়িটানা কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেই সাথে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পদকের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: