কারিতাসের লাউদাতো সি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে লাউদাতো সি সপ্তাহ-২০২৩ উপলক্ষে মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি ইংলিশ স্কুল ও বিভিন্ন পাড়া পর্যায়ের এসটিএ ফোরাম সদস্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) দুপুর ১২টায় ‘ধরিত্রীর জন্য আশা, মানবতার জন্য আশা’ এই মূলসূরকে সামনে রেখে মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ মাঠ কর্মকর্তা মো. সোলায়মান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সাংবাদিক মো. ইসমাইল হোসেন, সনাতন ধর্মের প্রতিনিধি অমর দত্ত, উপজেলা মসজিদের ইমান হাফেজ মো. মুছা, মাঠ সহায়ক আবাইশি মারমা, হিমেল চাকমা ও কাবিদাং সহায়ক স্টাফ রাম্প্রু মারমাসহ বিভিন্ন পাড়া পর্যায়ের এসটিএ ফোরাম সদস্য ও শিক্ষার্থীসহ প্রায় ২০০জন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সারা পৃথিবী আজ জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, যা জীববৈচিত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, শুধু তাই নয় মানুষের জীবনও আজ বিপন্ন। আর এ সকল ক্ষতির কারণ আমরা নিজেরাই। পূণ্যপিতা পোপ ফ্রান্সিস লাউদাতো সির মাধ্যমে আমাদের স্বরণ করিয়ে দিচ্ছেন যে, পৃথিবী একটাই।
এ পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য পরিণত হলে, আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর আমরা যদি আমাদের বর্তমান পরিবেশের দিকে তাকাই, তবে দেখতে পাই যে, নির্বিচারে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। তাছাড়া যে পরিমানে গাছ কাটা হচ্ছে কিন্তু সে পরিমানে গাছের চারা রোপন করা হচ্ছে না। তাই পরিবেশকে টিকিয়ে রাখতে এবং আগামী প্রজন্মকে বাসযোগ্য পরিবেশ উপহার দিতে আমাদের বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে ফোরাম সদস্য ও শিক্ষার্থীদের মাঝে নিম, জলপাই, আমলকি, লটকন, অর্জুনসহ ৬শ ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: