ঢাবির ক্রিমিনোলজি বিভাগের সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৪:৫৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য অভিনেতা, পরিচালক ও লেখক আবুল হায়াত প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অপরাধ শিক্ষা, অপরাধমূলক আচরণ ও কর্মকাণ্ড, অপরাধের কারণ ও প্রতিকার, ফৌজদারি বিচার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে তাত্ত্বিক ও প্রয়োগিক দৃষ্টিভঙ্গিমূলক পাঠদান কার্যক্রমের ব্রত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে ক্রিমিনোলজি বিভাগ প্রতিষ্ঠিত হয় ২০১২ সালের ৩০ এপ্রিল যাত্রা শুরু করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: