গরুর খাবারের গামলায় পড়েছিল নবজাতকের মরদেহ

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৬:১৪ পিএম

গরুর খাবারের গামলা থেকে আয়েশা নামের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আয়েশা ওই গ্রামের তানিয়া খাতুনের মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা সংবাদমাধ্যমকে বলেন, শোবার ঘরে শিশুটিকে ঘুমে রেখে বাথরুমে যান তানিয়া খাতুন। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যান। এরপর পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনা তানিয়াকে ডাকতে এসে গোয়ালঘরে গরুর খাবারের গামলায় বাচ্চাটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান।

ওসি আরও বলেন, তার চিৎকারে আশপাশের লোকজন নবজাতককে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় এখনো কিছু জানা যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে বুঝা যাবে এটি হত্যা নাকি দুর্ঘটনা জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: