হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংযোগ সেতু এরাবরাক সেতুর উদ্বোধন

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৫:১৫ পিএম

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংযোগ সেতু এরা বরাক নদীর ৯৬ মিটার সেতু উদ্বোধন করা হয়েছে রবিবার বিকালে। এই সেতু উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ ও হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী শাহনেওয়াজ মিলাদ।

বিকালে এরাবরাক নদীর তীরে কেশবচর গ্রামে হাজী ইলিয়াছ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা বশির আহমদ ও আব্দুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভী বাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি, বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী শাহনেওয়াজ মিলাদ। বক্তব্য রাখেন,নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম,অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট বিভাগের এজাজ মুর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মৌলভী বাজার আহমদ আব্দুল্লাহ ,ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দু পোদ্দার,মুহিবুর রহমান হারুন,মৌলভী বাজার উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, আব্দুল মুকিত মেম্বার প্রমুখ। সভায় মৌলভী বাজার ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।এই সেতু চালু হওয়ার জন্য বৃট্রিশ আমল থেকে দুই জেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন, সেই দুর্ভেঅগ লাগব হলো সেতু উদ্বোধনের মাধ্যমে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: