বরগুনায় বঙ্গবন্ধু'র জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৫:২১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্ত উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে শোভাযাত্রা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্য পুরুস্কার বিতরণ করা হয়।

বেলা ১১টায় শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জালাল উদ্দিন। আলোচনায় অংশ গ্রহন করেন,অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন) মোজাম্মেল হোসেন রেজা,সিনিয়র সাংবাদিক মোঃ হাসানুর রহমান,মনির হোসেন কামাল,মুক্তিযোদ্ধা আঃ রশিদ,মহিলা ক্রীড়াসংস্হার সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার প্রমূখ।

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক বলেন,আমাদের ইতিহাস চর্চা করতে হবে। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে পাঠ বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সঠিক ধারনা দিতে হবে। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু'র জুলিও কুরি'র শান্তি পদক প্রাপ্তির মধ্য দিয়ে আন্তজার্তিক পর্যায়ে বাঙ্গালীর জন্য যে সন্মান বয়ে এনেছেন ইতিহাসে তা অবিস্বরণীয়।

আলোচনা সভাশেষে শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরুস্কার বিতরণ করা হয়।

বঙ্গবন্ধু'র জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বরগুনা উপজেলা স্বাস্থ্য বিভাগ বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে বেলা-১ টা পর্যন্ত চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: