আমার জায়েদ খান হও, আমি শান্তিনগরের সেই মেয়ে হব: ফারিয়া

ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে। কথায় আছে ভালোবাসা মানে না কোনো বাধা। আবার কখনো কখনো একটি সম্পর্ক হতেও কাঠখড় পোড়াতে হয়। বলা যায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খানের ক্ষেত্রে অনেকটা এমনই হয়েছে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খাব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার জন্য অনেক নারীরা পাগল। অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান। কেউ আবার তার সময় টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছেন বলেও জানিয়েছেন জায়েদ খান।
এই অভিনেতা একেক সাক্ষাৎকারে একেক রকমের প্রেমের গল্প শোনান। এই যেমন কদিন আগে একটা সাক্ষাৎকারে জায়েদ খান জানালেন, রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা হয়েছিল তখন।
এবার এ বিষয়ে জড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এ অভিনেত্রী জানালেন, তিনি শান্তিনগরের সেই মেয়ে হতে চান। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
শবনম ফারিয়া লিখেছেন, ‘আমার জায়েদ খান হও। শান্তিনগরের সেই মেয়ে হব আমি, যে তোমার ছবি বালিশের নিচে রাখবে।’ ছোটপর্দার এ তারকা পোস্টটি কেবলই মজার ছলে করেছেন। সেটি স্পষ্ট। পাশাপাশি এটাও স্পষ্ট যে, অন্য কাউকে উদ্দেশ্য করে সোশ্যালে এমনটা লিখেছেন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: