নেত্রকোণায় অজ্ঞাত নারীর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ২৮ মে ২০২৩, ০৬:৪৪ পিএম

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নে নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে একটি গাছের নিচ থেকে রবিবার সকালে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী রবিবার সকাল ৬টার দিকে নয়াগাঁও শ্মশান ঘাটের পাশে একটি গাছের নিচে অজ্ঞাত মহিলার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরত হাল রিপোর্ট তৈরী করার পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তার পরিচয় সনাক্ত করতে পারেনি।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার এস আই আকিকুল ইসলামের সাথে কথা বললে তিনি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিচয় ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: