জামালপুরে ২ ঘণ্টায় কুকুরের কামড়ে ৪৪ জন হাসপাতালে

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০১:৫৬ পিএম

জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৪৪ জন আহত হয়েছেন। এর মাঝে গুরুতর আহতদের  জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ ঘটনা ঘটে।

একই দিনে এত মানুষকে কুকুরে কামড়ানোর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতাল সূত্র জানায়, দুপুর পর্যন্ত ৪৪ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে আসেন। রেজিস্টার অনুযায়ী, এদের বেশিরভাগই শহরের ফুলবাড়িয়া এলাকার। অন্যরা শহরের অন্যান্য এলাকা ও পার্শ্ববর্তী গ্রামগুলোর।জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, ‘যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি না জানা যাচ্ছে না। তবে আক্রান্ত প্রত্যেকের শরীরে বিভিন্ন স্থানে ক্ষত ছিল। তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।’

অপরদিকে হাসপাতালে সরবরাহ না থাকায় কুকুরের কামড়ে আহত রোগীদের বাইরে থেকে একটি ভ্যাকসিন কিনতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।   রোগীদের অভিযোগ, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন (এআরভি) নেই, শুধু র্যাবিস ইমিউনি গ্লোবুলিন (আরআইজি) ইনজেকশন দেওয়া হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, কুকুরে কামড়ানো রোগীদের দুটি ভ্যাকসিন দিতে হয়। এরমধ্যে একটি ভ্যাকসিন হাসপাতালে ছিল, সেগুলো দেওয়া হয়েছে। অনেকেই বাকি ভ্যাকসিনটা বাইরে থেকে সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, কুকুরের জন্মনিরোধক ভ্যাকসিন আপাতত পৌরসভায় নেই। এগুলো জুনে বরাদ্দ আসে। তবে পৌরসভার নিজস্ব অর্থায়নে জলাতঙ্কের কিছু ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: