প্রশিক্ষণ চলাকালে রোড রোলারের ধাক্কায় প্রশিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৮:০৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারঘরিয়া টিসিসি’র ক্যাম্পাসে প্রশিক্ষণ চলাকালে রোড রোলারের ধাক্কায় এক প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত ওই প্রশিক্ষক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কল্যাণপুর মহল্লার মৃত আলাউদ্দিনের ছেলে গোলাম রসুল(৫২)।

জেলা টিসিসির অধ্যক্ষ মইনুদ্দীন জানান, সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিসিসি)’র ক্যাম্পাসে রোড রোলার প্রশিক্ষণ চলছিল। এ সময় কিভাবে গাড়ি পার্কিং করতে হয় তা শেখানোর সময় একজন প্রশিক্ষণার্থী অসাবধানতাবশতঃ রোড রোলারের এক্সেলেটরের ব্যাক গিয়ারে চাপ দিলে পেছনে অবস্থানরত ওই প্রশিক্ষক গোলাম রসুলকে ধাক্কা দিলে সে গুরুত্বর আহত হয়। পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

ওই অধক্ষ্য আরও জানান, ‘প্রশিক্ষক গোলাম রসুল শিক্ষার্থীদের প্রতি বেশ আন্তরিক ছিলেন এবং এটি নিছক একটি দূর্ঘটনা ছাড়া অন্য কিছু নয়।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এই দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: