প্রেমের সম্পর্ক গড়ে ভিডিও ধারণ করে অর্থ হাতিয়ে নিত তারা

প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১২:০১ পিএম

মাগুরায় প্রেমের অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে জুলেখা ও নদী নামে দুই গৃহবধূ এবং শাহিনুর শেখ নামে এক ব্যক্তিকে মাগুরায় গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ মে) বিকেলে মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সাংবাদিকদের জানান, রবিবার (২৮ মে) মাগুরার সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের শামসু বিশ্বাস নামে এক যুবককে ওই চক্রটি একটি বাড়িতে নিয়ে কৌশলে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে।

পরে অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা আদায়ের চেষ্টা করলে পুলিশে অভিযোগ করেন ওই যুবক। এর পরিপ্রেক্ষিতে মাগুরা পুলিশের সাইবার টিম ও ডিবি পুলিশের একটি দল নগরীর নিজনান্দুয়ালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

পুলিশ আরও জানায়, মাগুরা শহরের এই চক্রটি একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ সম্পদ হাতিয়ে নিয়ে আসছিল বলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ বলেন, এমন ঘটনা হয়তো আরও অনেক ঘটেছে। কিন্তু অনেকেই অভিযোগ দেয় না। একজনের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: