ঝিনাইদহে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির প্রতিবাদ সভা

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৬:৪৮ পিএম

ঝিনাইদহে বীজের দাম বৃদ্ধির দাবিতে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতির প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনাতায়নে বিএডিসি চুক্তিবদ্ধ চাষী সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউসুফ আলী, প্রধান উপদেষ্টা এনামুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, বর্তমানে বিএডিসি গমের বীজ ৬০ টাকা মূল্য নির্ধারণ করায় ক্ষতির সম্মূখিন হচ্ছে তারা। তাই গম বীজের দাম ৬৫ টাকা ও ধানের বীজ ৫২ টাকা করার দাবি জানান। একই সাথে ধানে বীজের দাম পুর্বেই নির্ধারণের দাবীও জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: