পাংশার কসবামাজাইল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ২৯ মে ২০২৩, ০৭:১১ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ৭৫ লক্ষ ০১ হাজার ৬ শত টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯ মে) আনুষ্ঠানিক ভাবে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউপি চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম।

বাজের অধিবেশনে বক্তব্য রাখেন কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সুলতান, সিরাজুল ইসলাম সিরাজ মক্কেল, পাংশা স্পোটিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, লুৎফর রহমান মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক জামির হোসেন, কসবামাজাইল পুলিশ ক্যাম্পের আইসি মোঃ রিপন হোসেন, সাবেক প্রধান শিক্ষক সামসুল মাষ্টার, ইউপি সদস্যগন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যগন, ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্যগন, স্থানীয় আওয়ামীলীগের নেতা, শিক্ষক, সাংবাদিক সুধী সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

সভাপতির বক্তব্যে কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ বলেন- এ বাজেটে উন্নয়ন তুলে ধরা হয়েছে আগামী এক বছর এ বাজেট অনুযায়ী ইউনিয়ন পরিষদ চলবে। আপনারা সকলেই সঠিক ভাবে ট্যাস্ক পরিশোধ করবেন, আমরা চেষ্ঠা করছি সকলে মিলে আমাদের প্রিয় কসবামাজাইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তি করতে।

আপনাদের সন্তানরা সন্ধ্যার পরে কে কোথায় থাকে কার সাথে মেলামেশা করে এ বিষয় গুলো খোজ রাখেন, কেউ মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে কোন সুপারিশ করবেন না। আপনাদের সকলের সহযোগীতায় আমরা সুন্দর ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: