৬ মাসের চুক্তিভিত্তিক চাকরি পেয়েছেন লাইভে এসে সার্কিফিকেট পোড়ানো সেই মুক্তা

সরকারি চাকরি না পাওয়া এবং বয়স পেরিয়ে যাওয়ার হতাশা থেকে ফেসবুকে লাইভে এসে নিজের সব শিক্ষাগত যোগ্যতার সনদ পুড়িয়ে দিয়েছেন মুক্তা সুলতানা। তার সার্টিফিকেট পোড়ানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। এবার সেই তরুণীকে চাকরি দিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তাকে আইসিটি বিভাগের একটি প্রকল্পে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক চাকরি দেওয়া হয়েছে।
মুক্তা সুলতানাকে সোমবার (২৯ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ডাকা হয়। এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের দপ্তরে মুক্তার সঙ্গে কথা বলেন। আলোচনার পর প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুক্তার হাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টের ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার মাসিক বেতন ৩৫ হাজার টাকা।
এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার এবং ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল আলম খান উপস্থিত ছিলেন।
সরকারি চাকরি না পাওয়ার হতাশা আর ক্ষোভ থেকে শিক্ষাজীবনে অর্জিত সকল সনদ পুড়িয়ে দেন বলে জানান মুক্তা। তিনি বলেন, আমার সার্টিফিকেট পোড়ানোর সেই ভিডিও দেখে প্রতিমন্ত্রী আমাকে খুঁজে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য তার প্রতি কৃতজ্ঞ। এখনও আমার কাছে পুরো বিষয়টি বিস্ময়ের।
প্রতিমন্ত্রী পলক বলেন, প্রযুক্তির শক্তি কাজে লাগিয়ে নিজেকে তৈরি করতে পারলে চাকরির পেছনে ঘুরতে হবে না। বরং কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: